নবীগঞ্জে এমপি মিলাদ গাজীর উদ্যোগে ৭শ কম্বল বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 30 January 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে এমপি মিলাদ গাজীর উদ্যোগে ৭শ কম্বল বিতরণ

Link Copied!

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ৭ শ কম্বল হস্তান্তর করা হয়েছে ।

রবিবার (৩০জানুয়ারি) বিকেলে সংসদ সদস্যের বাসভবনে নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে উল্লেখিত পরিমান কম্বল তুলে দেন। ওই কম্বলগুলো প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করবেন।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

কম্বল বিতরণের সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।