মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলায় আবু তাহিদ মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ এলাকার ভাঙ্গারপুল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।
জানা যায়, বিকেলে নবীগঞ্জ থানার এসআই সমীরণ চন্দ্র দাশ অভিযান চালিয়ে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ এলাকার ভাঙ্গারপুল এলাকায় থেকে আবু তাহিদ মিয়া (৫০) নামে এক পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।
এসময় তার কাছ থেকে প্রায় ২০০ গ্রাম (৪৪ পোয়া) গাজা জব্দ করা হয়। পরবর্তীতে সরেজমিনে ঘটনাস্থলে যান নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় ৫শ টাকা অর্থদণ্ড ও ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।