নবীগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক মা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 June 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক মা

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী রেখা আক্তার (৩০) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (১৩ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা শহরের সেন্ট্রাল হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন। তিন সন্তানের মধ্যে সবাই ছেলে।


রেখা আক্তার উপজেলার নোয়াগাও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রাম সহ নবীগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়ে।নবজাতক তিনটির বাবা আব্দুল বাছেত বলেন- রেখার প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজন সহযোগিতায় জেলা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার রাজিব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসহ তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো আছে। তিনি বলেন- পরিবারটি খুবই গরিব।