নবীগঞ্জে একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 26 February 2022

নবীগঞ্জে একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী

Link Copied!

নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবলের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি ।

সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

এসময় বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলকে উৎসাহ প্রদান করে এমপি মিলাদ গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পর্যাপ্ত টিকা মজুদ ও সরবরাহ রয়েছে। গণটিকা কার্যক্রম সফল করণে সবাইকে সহযোগিতা করতে হবে ।

এসময় আরো উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল আহমেদ বেলাল,দিপন ধর সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, সেবিকাগণ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়