মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ দুই টাকা ও এক টাকার কয়েন চলেনা নবীগঞ্জ শহরসহ গ্রামগঞ্জের হাট বাজরের। দোকানদার কে এক টাকা ও দুই টাকার কয়েন টাকা দিলে বলে এটা চলে না এমন কি ভিক্ষুক ও এই কয়েন টাকা নিতে চায় না। ধরেই এক ও দুই টাকার কয়েন রাখা না রাখা নিয়ে বাক বিতন্ডা চলছে এমই কি এনিয়ে প্রায় জায়গা সংষর্ষে হওয়ার খবর পাওয়া গেছে। সরজমিনে বাজার ঘুরে দেখাযায়, প্রায় ৪/৫ মাস ধরে দোকানদার একটা ও দুই টাকার কয়েন রাখতে চায় না।
কেন রাখতে জান না ব্যবসায়ীরা তার কারন জানতে চাইলে দোকানদারা বলেন ওই কয়েন গুলো চলে না তবে ৫ টাকার কয়েন সব দোকানদার রাখতে দেখা যায় তবে কি কারনে এই এক ও দুই টাকার কয়েন রাখেন না এর সঠিক কোন কারন ব্যাখ্যা দিতে পারেনি।সারাধন জনগন মনে করেন যদি সরকার পক্ষের প্রতিনিধিরা এক টাকা ও দুই টাকা কয়েন চলে বলে প্রচার প্রচারনা করেন তাহলে হয়তো এই ভূল ব্যাখা দিতে পারবেনা ব্যবসায়ীরা।