নবীগঞ্জে উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 31 March 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে মোবাইল কোর্ট পরিচালনা,জোয়া মাদক নিয়ন্ত্রণের উপর গুরাত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।

বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, ওসি তদন্ত আমিনুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,মিনিবাস মালিক সমিতির সভাপতি ইয়ায়র মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন,ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, দিলাওর হোসেন, ছালিক মিয়া, নোমান আহমদ, রঙ্গলাল দাশ প্রমূখ।