সলিল বরণ দাশ,নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স সিলেট সামছুউদ্দিন হাসপাতাল থেকে ১০ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। গতকাল দুপুরে সিলেট সামসুউদ্দিন হাসপাতালের চিকিৎসক দল তাকে করোনা মুক্ত ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার ছাড়পত্র দেন।

ছবিঃ আরতী রানী বালাকে সুস্থতার সনদপত্র দিচ্ছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রিডিয়ার জেনারেল ইউনুসুর রহমান।
নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স হিসাবে আরতী রানী বালা দীর্ঘ দিন ধরে কর্মরত আছেন। গত ৩ই মে করোনা আক্রান্ত এক নার্সের সংস্পর্শে আসায় নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরে ১০ ই মে সন্ধ্যার দিকে তার রিপোর্ট পজেটিভ আসার পর ওইদিন রাতেই তাকে স্বাস্থ্য কমপ্লেক্স নার্স কোয়ার্টারে আইসোলেশনে রেখে তার চিকিৎসা করানো হচ্ছিল। দুই দিন পর ১২ই মে দুপুরে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলে সিলেট করোনা হসপিটাল শহীদ সামসুউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গতকাল তিনি পুরো সুস্থ হন। তাছাড়া তার পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট আইইসিডিআরে পাঠানো হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা জানান, নবীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কোন রোগী সুস্থ হয়ে পরপর দুইবার নমুনা সংগ্রহ করে সিলেট আইইসিডিআর কেন্দ্রে পাঠানো হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। ফলে তাকে আজ ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও সুস্থতার সনদপত্র দেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রিডিয়ার জেনারেল ইউনুসুর রহমান। এদিকে গতকাল নবীগঞ্জে আরো এক পরিবার পরিকল্পনা কর্মী আক্রান্ত হয়েছে। এনিয়ে ব্যাংকার ও ৫ জন স্বাস্থ্যকর্মী সহ উপজেলায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ বলেন, নবীগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত ৪৭৫ জন করোনা উপসর্গ থাকা রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে আজ এই প্রথম নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টার্ফ নার্স আরতী বালা নাথ সুস্থ হওয়ায় সিলেট শহীদ সামসুউদ্দিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরো কয়েক জন রোগীকে সুস্থতার ছাড়পত্র দেওয়া হবে।