মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজ উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত রমুজ আলীর পুত্র।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১০ টায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশ।নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এএসআই রতনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তিমিরপুর গ্রামে তার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাজ উদ্দিনকে অর্থদন্ড কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।উপস্থিত ২ জন সাক্ষী সহ আসামি দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) ধারায় দেড় বছর (১৮ মাস) বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। ২০ পিসের মধ্যে নমুনা আলামত হিসেবে ২ টি জব্দ করা হয় এবং বাকি ১৮ পিস ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।