ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।।
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা এলাকায় নোয়াপাড়া গামী রাস্তার মুখ থেকে ৮১ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৩ আগস্ট ) রাত সাড়ে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হল নবীগঞ্জ পৌরসভার ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা নজির মিয়ার ছেলে মাহিদুল ইসলাম (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ একদল পুলিশ নিয়ে পৌরএলাকার শিবপাশা এলাকার নোয়াপাড়া গামী রাস্তার মুখ থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।