শাহরিয়ার আহমেদ শাওন।। নবীগঞ্জে ইস্টার্ন ফিলিং পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, শনিবার (২৮ মার্চ) সকাল ১০ টায় নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর অবস্থিত ইস্টার্ন ফিলিং পেট্রোল পাম্পে আগুন দেখতে পান তারা। এসময় ফায়ার সার্ভিসের অপেক্ষা না করে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন স্থানীয় লোকজন।এসময় পরে ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
এব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইন-চার্জ ফজল মিয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, একটি অকটেন মেশিন আগুনে জ্বলে পুড়ে ছাই হয়। যার মূল্য প্রায় ১ লাখ টাকা হবে।
স্থানীয়রা বলেন, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। যেহেতু এটি পেট্রোল পাম্প আগুন পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে যেত। এই বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেলাম।