ঢাকাMonday , 20 April 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ‘ইন্সফায়ার ফাউন্ডেশন ইউকে’কর্তৃক অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

Link Copied!

 মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ :   করোনা সংকটে গৃহবন্দী হয়ে পড়া কর্মহীন ,গরীব ,অসহায় ,দিন মজুর মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী  সামাজিক ও অরাজনৈতিক  সংগঠন ‘ইন্স ফায়ার ফাউন্ডেশন ইউকে। আজ সোমবার (২০এ্রপ্রিল) সকাল ১১ টায়  এই সংগঠনের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার দীঘল বাক ইউনিয়নের দাউদপুর গ্রামে অর্ধ শতাধিক পরিবারের মধ্যে প্রথম ধাপে  দেয়া হয়েছে চাল,পিয়াজ ,ভোজ্য তেল,সাবান সহ ত্রাণ সহায়তা।

ছবি : নবীগঞ্জে ইন্সফায়ার ইউকে কর্তৃক অসহায়দের মধ্যে ত্রাণ দেয়ার কিছু মুহুর্ত

সামাজিক দুরত্ব  বজায় রেখে এই সহায়তা প্রদাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্স ফায়ার ফাউন্ডেশন ইউকে’র সিনিয়র সহসভাপতি সাংবাদিক এম.মুজিবুর রহমান ,সাগঠনিক সম্পাদক সাংবাদিক ছনি চৌধুরী, সাংবাদিক মোঃ তাজুল ইসলাম,
স্থানীয় ওয়ার্ড মেম্বার ফখরুল ইসলাম জুয়েল , বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল রউফ , আব্দুল শহীদ ,আকল মিয়া ,গফুর মিয়া ,গুলজার মিয়া ,শাজাহান মিয়া প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও ইন্স ফায়ার ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য দেশ বরেণ্য কন্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা, সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী জালালী সালমা সহ উক্ত সংগঠনের সম্মানিত সকল সদস্য বৃন্দ ।প্রতিষ্ঠাতা সভাপতি বলেন করোনা সংকটে  আসুন সরকারের পাশাপাশি দেশের এই ক্লান্তি লগ্নে আমরা সবাই যার যার অবস্থান থেকে আমাদের চারপাশের  গরীব অসহায় মানুষের পাশে মানবতার হাত বাঁড়িয়ে দেই,ইন্স ফায়ার ফাউন্ডেশন ইউকে মানবতার কল্যাণ যে কোন দূর্যোগ মোকাবেলায় আপনাদের পাশে আছে সবসমই থাকবে।