জাবেদুর রহমান,নবীগঞ্জ প্রতিনিধি ।। নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ইনডেভার সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে পিকেএসএফ এর সহযোগিতায় মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২২ জুন) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ অনুষ্ঠানে ইনডেভার সমৃদ্ধি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক ও সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছাইম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া ও ইনডেভার সমৃদ্ধি কর্মসূচির অভ্যন্তরীণ জয়নাল আবেদীন। তাছাড়া, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনডেভার সমৃদ্ধি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক ও সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান জানান, সবসময় দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে ইনডেভার সমৃদ্ধি কর্মসূচি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতে ও থাকবে।