প্রতিনিধি , নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের এনাতাবাদ-হালিতলার গ্রামের ইট সলিং রাস্তা ও রাধারমন আখড়া ইইতে হালিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভায়া রাস্তার ইটসলিংয়ের ইট তুলে অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে।এ ঘটনায় হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীর পক্ষে পৃথক অভিযোগ দায়ের করেন উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামের মোঃ কালা মিয়ার পুত্র আব্দুল মুহিত ও হালিতলা গ্রামের অবনী দাশের পুত্র অজিত দাশ।
অজিত দাশ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন- হালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাধা রমনের আখড়া পর্যন্ত ১৬শ ফুট ইটসলিং রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ চলাচল করেন। ওই রাস্তার সকল ইট ইউপি সদস্য শ্রীবাস পালের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান আলী আহমদ মূসা তুলে নিয়ে যান বলে এলাকাবাসী অভিযোগ করেন।
গ্রামবাসী বলেন পাকা রাস্তা করার আশ্বাস প্রদান করে অমাদের ইট সলিং রাস্তার ইট ইউপি সদস্য দাড়িয়ে থেকে তুলে নিয়ে যান। এখন পাকা রাস্তার নাই আগেন সলিং রাস্তার ইটও উধাও। দুই বছর ধরে ওই রাস্তার কোন কাজ না হওয়ায় গ্রামবাসীর পক্ষে প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
কিন্ত কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ না করায়। হবিগঞ্জ জেলা প্রশাসকের বারবার লিখিত অভিযোগ দেন।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী গ্রামবাসী। অপরদিকে ভূবিরবাক গ্রামের আব্দুল মুহিত লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করেন- ভূবিরবাক ব্রীজ হইতে ৪/৫শত ফুটের ইট সলিং রাস্তা ছিল।
ভূবিরবাক গ্রামের ওসমান, আমির, আশিক, ছামাদ, মতিউর, লতিব, ফয়সল মিয়া গংরা ওই রাস্তার ইট তুলে নিয়ে যায়। এ সময় এলাকাবাসীর পক্ষে মুহিত মিয়া বাধা দিলে তারা বলেন চেয়ারম্যান আলী আহমদ মূসার নির্দেশে তারা ইট তুলে নিয়ে যাচ্ছেন। তিনিও হবিগঞ্জ জেলা প্রশাসক বারবার লিখিত অভিযোগ দায়ের করেন ।