ঢাকাSunday , 7 July 2024

নবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বন্যার্তদের মাঝে এমপি কেয়া চৌধুরীর ত্রাণ বিতরণ

Link Copied!

চলমান অতিবৃষ্টির কারণে নবীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবাহিত হয়ে ব্যাপক আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয়েছে। তার মধ্যে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের পিংলি নদীর পার্শ্ববর্তী বেগমপুর মুজিব পল্লীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘর বন্যায় প্লাবিত হয়ে দুঃস্থ জনগণ ক্ষতিগ্রস্ত হয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন।

জানা যায় এই খবর স্থানীয় সাংসদ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি পেয়ে তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ত্রাণের চাল নিয়ে করগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা’সহ রবিবার (৭ জুলাই) সকালে বন্যার্তদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ, মুজিব পল্লীপরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মিনাল কান্তি রায় মিনু সাবেক সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, করগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।