নবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর করলেন এমপি মিলাদ গাজী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 15 February 2022

নবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর করলেন এমপি মিলাদ গাজী

Link Copied!

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন মুজিব শতবর্ষ উপলক্ষে নবীগঞ্জ উপজেলায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন ২৭ পরিবারের মধ্যে চাবি হস্তান্তর করা হয়েছে ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের আশ্রয়নস্থলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন নবীগঞ্জ এর ব্যানারে উক্ত অনুষ্ঠানে উপজেলাা নির্বাহী কর্মকর্তঅ শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ এর সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনোওয়াজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।

২৭ অসহায় ও দরিদ্র গৃহহীনদের হাতে চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক,জনপ্রতিনিধি ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়