নবীগঞ্জে আর্জেন্টিনার ভক্ত ওলিদুরের ম্যারাডোনার দাম ৫ লক্ষ টাকা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 15 July 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে আর্জেন্টিনার ভক্ত ওলিদুরের ম্যারাডোনার দাম ৫ লক্ষ টাকা

Link Copied!

সলিল বরণ দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ কোরবানির ঈদে এবার আলোচনায় রয়েছে ‘নবীগঞ্জের ম্যারাডোনা’। ফ্রিজিয়ান ক্রস জাতের এই গরুটির বয়স ৩৬ মাস। ওজন এক হাজার কেজি অর্থাৎ ২৫ মণ। এর দাম চাওয়া হয়েছে ৫ লাখ টাকা।

দাম হবেই না কেন? দেখতেও যেমন গড়ন, তেমনি ভাব “নবীগঞ্জের ম্যারাডোনা”। গরুটির মালিক ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র ওলিদুর রহমান। তার বাড়ি হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডীপুর গ্রামে। শখের বসে গরুটি লালন-পালন করে বড় করে তুলেছেন তিনি।

ওলিদুর বলেন, ‘প্রথমে যখন গরুটি পালন করা শুরু করি তখন অনেকেই বলেছেন, হবে না। তবে আমি চেষ্টা করে গেছি। এটিকে নিজের সন্তানের মত লালন-পালন করেছি। আগে কোন নাম দেওয়া না থাকলেও কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ভক্ত ওলিদুর তার প্রিয় খেলোয়াড় ম্যারাডোনার নামে নাম দেওয়া হয় “নবীগঞ্জের ম্যারাডোনা”। নাম ধরে ডাকলে সে সাড়া দেয়। গরুটিকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন ওলিদুরের বাড়িতে, আসছেন পাইকাররাও। কিন্তু দামে না মেলায় বিক্রি করছেন না তিনি।

 

 

 

 

 

“নবীগঞ্জের ম্যারাডোনা”এর দাম ০৫ লাখ টাকা চাওয়ার বিষয়ে ওলিদুর বলেন, ‘গরুটি অস্টিলিয়ান ফিজিয়ান ক্রস। এর মাংস খুব সুস্বাদু। আর গরুটিকে লালনপালন করা হয়েছে প্রাকৃতিক উপায়ে দেশি গরুর মতো। কোনো ইনজেকশন বা কীটনাশক দেওয়া হয়নি। এটিকে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা হয়েছে। পশু চিকিৎসকদের পরামর্শ নিয়ে লালনপালন করা হয়েছে। বলা যায় সন্তানের মতো তাকে পালন করা হয়েছে।

এ পর্যন্ত কত দাম উঠেছে জানতে চাইলে তিনি বলেন, সাড়ে ০৩ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। কিন্তু চাহিদামতো দাম না হওয়ায় এখনও বিক্রি করেননি। প্রতিদিন বাড়িতে ক্রেতা ও পাইকাররা আসছেন। দামে মিললে ঈদে বিক্রি করব।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউপির চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ বলেন, ‘ওলিদুর খুব যত্ম করে গরুটি লালন-পালন করেছে। অনেকেই আসছেন গরুটি দেখতে। ০৪ থেকে ০৫ লাখ টাকা দাম হবার কথা।

নবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজুল হক জানান, উপজেলায় ঈদকে সামনে রেখে কুরবানি পশুবিক্রির জন্য একটি পেজ খোলা হয়েছে। যেখানে অন্যান্য পশুর পাশাপাশি জায়গা পাবে এই গরুটিও।