সলিল বরণ দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মেডিকেল অফিসার, ইঞ্জনিয়ার,ব্যাংক কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মচার্রী সহ ১০ জনের করোনা সনাক্ত হয়েছে।এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর ২ টায় আসা রির্পোটে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন।
নতুন ১০ জন করোনা আক্রান্ত রোগী হলেন–
নবীগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক কর্মকর্তা সুমিত বনিক(৩০) ও ইমরান আহমেদ(৩২), বিবিয়ান পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনিয়ার প্রিন্স মাহমুদ রঞ্জু(৩৪),মাসুদ রানা(৩২),খুরশেদ আলম ভূইঁয়া(৫৬) ও নাজিরুল হক(৫২)উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ জাহাঙ্গীর মিয়া(৩৮)।
এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৮০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৫০০টি। আজ নতুন ৯ জন ও আগের ১ জন সহ সর্বমোট ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২০০ টি রিপোর্ট নেগেটিভ। আগের ০১ জন সহ আক্রান্ত ০৯ জনকে নিজের বাসায় আইসুলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৮ জন সুস্থ হয়ে ওঠেছেন, তাদের মধ্যে ২০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন,গত তিনদিনে প্রায় ০৫ জন উপজেলা পরিষদের কর্মচার্রী করোনা শনাক্ত হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার আহবান জানান।