এম এ রাজাঃ নবীগঞ্জের মাদক ব্যবসায়ী আদর মিয়া আবার ও বেপরোয়া হয়ে উঠেছে। কয়েক বার পুলিশের খাঁচায় বন্দী হলেও থেমে থাকেনি তার মাদক ব্যবসা। সে তার নিজের গ্রামসহ আশেপাশের কয়েকটি এলাকার উঠতি বয়সী কোমলমতি কলেজ পড়ুয়া ছেলের হাতে টাকার বিনিময়ে তুলে দিচ্ছে ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ নানান রকমের মাদক সামগ্রী। তার এই ব্যবসার সাথে মদদদাতা হিসেবে কাজ করছেন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও প্রভাবশালী মহল।
তার এমন অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের শান্তিপ্রিয় মানুষ। যুবসমাজ ধ্বংসকারী মাদক ব্যবসায়ী আদর মিয়াকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ভুক্তভোগী এলাকার মানুষ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউপির ০৯ নং ওয়ার্ড মান্দারকান্দি গ্রামের মৃত মতলিব উল্ল্যার ছেলে আদর মিয়া ফেনসিডিল, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার খপ্পরে পড়ে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
এরই অভিযোগে ইতিপূর্বে কয়েকবার জেল খেটেছেন। বর্তমানেও তার মাদক মামলা চলমান। সে এলাকার কিছু প্রভাবশালী মানুষকে হাত করে প্রক্যাশে দিবালোকে মান্দারকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে মাদককের কারবার করে যাচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিন গভীর রাতে তার বাড়িতে মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। ইদানীং এলাকার কলেজ পড়ুয়া ছাত্রদেরকে ও তার মাদকের ছত্রছায়ায় নিয়ে আসতেছে। এ বিষয়ে তার বিরোদ্ধে প্রতিবাদ করলেই তার লালিত গুন্ডা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয়। এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরোদ্ধে একাধিক মামলা থাকা সত্বেও গ্রেফতার করতে পারছেনা নবীগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মাসুক আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আদর মিয়া মাদক ব্যবসায়ী ঘটনা সত্য। ইদানিং তার গ্রুপ আরেকটা গ্রুপের সাথে মারামারি করছে এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলা এফআইআরও হয়েছে। তারপরও কেন গ্রেফতার হচ্ছে না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু গ্রামের অভ্যন্তরীণ বিষয় আমরা পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিচ্ছি।