মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে আন্তঃজেলার ডাকাত দলের সরদার আব্দুল ওয়াহিদ (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (২৯মে) বিকেলে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়,নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল আওয়ালের পুত্র আব্দুল ওয়াহিদ আন্তঃজেলা ডাকাত দলের সরদার।আব্দুল ওয়াহিদ কয়েকটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর এস আই সুরোঞ্জয়ের নেতৃত্বে র্যাব-৯ এর একদল ফোর্স ইমামবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করেন।
র্যাব-৯ আব্দুল ওয়াহিদকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। রবিবার সকালে গ্রেফতারকৃত ডাকাত আব্দুল ওয়াহিদকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার সেকেন্ডে অফিসার এস আই সমিরণ চন্দ্র দাশ।