মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জে প্রতিবন্ধী শিশু অনজু কর’কে হুইলচেয়ার দিল নবীগঞ্জ আদর্শ সামাজিক সংস্থা। সোমবার (৬সেপ্টেম্বর) বিকালে এই হুইল চেয়ার তুলে দেয়া হয়।
নবীগঞ্জ উপজেলা কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের ভূমিহীন হিসেবে বর্তমানে তার মা বাবার সাথে বসবাস করছেন প্রতিবন্ধী অনজু কর( ৮)।
জানা যায়, একই ইউনিয়নে খড়িয়া চন্ডীপুর গ্রাম থেকে ৪ মাস পৃর্বে মান্দারকান্দি গ্রামের ভূমিহীনে এসে উঠে অনজুর পরিবার । দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার রিপোর্টার মোফাজ্জল ইসলাম সজীব এর নজরে আসলে তিনি নবীগঞ্জ আদর্শ সামাজিক সংস্থা সভাপতি ও আমেরিকা প্রবাসী সৈয়দ সামছুল ইসলাম সাথে যোগাযোগ করেন। বিষয়টি সংস্থার সকল সদস্যদের অবগত করলে সোমবার বিকালে হুইল চেয়ারটি অনজুকর এর কাছে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ আদর্শ সামাজিক সংস্থা সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম চৌধুরী (তসলিম)। তিনি জানান ,নবীগঞ্জ উপজেলায় ১৫ টির উপরে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তার মধ্যে আমাদের আদর্শ সামাজিক সংস্থা ২য় স্থানে রয়েছে।
বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অনেকটাই এগিয়ে আছি আমরা। এই পর্যন্ত প্রতিবন্ধী ছেলেমেয়েদের আট দশটি’র বেশি হুইলচেয়ার প্রদান করেছি। এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য রাসেল চৌধুরী, প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ,আমির মিয়া কাউচার আহমেদ প্রমুখ।