নবীগঞ্জে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 November 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ :   নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী  সৈয়দ খালেদুর রহমান খালেদকে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লঙ্ঘন করে মিছিল-শোডাউন ও জনসভা করার দায়ে ৫ হাজার টাকা এবং একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শাহ শামসুল আলমকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২০নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খালেদুর রহমান খালেদ এর ফাইল ছবি

 

 

 

 

 

 

 

 

 

 

 

মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে। তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন । যত প্রভাবশালী ই হোক কাউকে ই ছাড় দেয়া হবে না ।