নবীগঞ্জে আগুনে পুড়ল বসত ঘর : ২ লাখ টাকার ক্ষয় ক্ষতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 September 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে আগুনে পুড়ল বসত ঘর : ২ লাখ টাকার ক্ষয় ক্ষতি

Link Copied!

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি  :  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৫সেপ্টেম্বর ) সকাল ১০টায় কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামে বৈদ্যুতিক সার্কিট থেকে সুশংকর সূত্রধর ও সুবির সূত্রধর এর ২টি বসত ঘর পুড়ে যায়।
আগুন দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাঁরা এসে আগুন পুরো নিয়ন্ত্রণ করেন তার আগের অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বসত ঘর সহ তাঁদের ঘরে থাকা সব মালামাল নষ্ট হয়ে যায়।
ক্ষতিগস্ত সুশংকর সূত্রধর বলেন , আমরা সারা দিন মানুষের বাড়িতে কাজ আগুনের শব্দ শুনে চিৎকার করলে স্থানীয়া এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কিন্তু ততক্ষণে ঘরের সব জিনিসপত্র পুড়ে গেছে ঘরতে আমরা ২পবিবারের কেউ কোন জিনিসপত্র বের করতে পারিনি এখন সবকিছু হারিয়ে আমরা নিঃশ্ব হয়ে গেছি।

ছবি : আগুনে পুড়ে যাওযা বসত ঘরের দৃশ্য

ক্ষতিগস্ত সুবির সূত্রধর প্রতিবেদক কে বলেন, কুর্শি ইউনিয়নের গহপুর গ্রামের সমাজ সেবক আব্দুল মুকিত আর্থিক সাহায্য করেছেন এবং ঘর তৈরিতে সাহায্য করবেন আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলে বেছে থাকতে পারব।আমাদের আর কিছু নাই।
নবীগঞ্জ  উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন জাকির আহমদ সাফি বলেন, সকাল ১০ টায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁর আগেই তাঁদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ২লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।