মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির শিবগঞ্জ বাজারের পাশে এম.এ.খালেক স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে খুন হওয়া বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের হলদারপুর গ্রামের বাসিন্দা ও ইউপি আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল মিয়ার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের সময় হলদার পুর গ্রামের কবরস্থানে মৃত দেহ দাফন সম্পন্ন, করা হয় হাজার হাজার মুসল্লিদের ঢল ছিল জানাযায়।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচুংয়ের উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হুসেন খান, এডভোকেট শাহিন আহমেদ প্রমৃখ।