নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 30 August 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ – বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলক চৌধুরী সেলিম,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সরকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ,নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: ডালিম আহমেদ, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক অঞ্জন রায়, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুল হক মুকুল, সাধারণ সম্পাদক খালেদুর রহমান খালেদ, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত সহ প্রমুখ।

বক্তাগণ আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, কিশোর গ্যাং, মাদক ও যানজট নিরসন, বিরুদ্ধে ব্যবস্থা প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

এমপি মিলাদ বলেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। যানযট, মাদক, ছুরি, সন্ত্রাস নিরসনে সমাজ উন্নয়নে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোঁটানো। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তারই কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন।