নবীগঞ্জে আইনশৃংঙ্খলা কমিটির সভা অনুষ্টিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 9 March 2020

নবীগঞ্জে আইনশৃংঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (৯মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্ব অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ।

বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলূল হক চৌধুরী সেলিম, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা জাসদের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সত্যজিত দাশ, মোঃ আশিক মিয়া, মোঃ আবু সাইয়িদ এওলা মিয়া, সাজু আহমদ চৌধুরী, আলী আহমেদ মুসা, আব্দুল মুহিত চৌধুরী, নজরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র রায় প্রমুখ।

সভায় নবীগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া শাখা বরাক নদীর চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার জন্য গুরুত্বারোপ করা হয় এবং নদীর সম্পুর্ণ জায়গা দখল মুক্ত করে সীমানা পিলার দেয়ার জন্য সিদ্বান্ত গৃহীত হয়। এ ছাড়া শহরে যানজট নিরসনে যত্রতত্রভাবে অটোরিক্সার স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নেয়ার সিদ্বান্ত গ্রহন করা হয়।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়