দিপু আহমেদ,নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের চরগাও সোনাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে ৫ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (৯এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে আসার পথে রাহিম অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স ডেলিভারি রোগী নিয়ে বৌয়ালিয়া বাজার নামক স্থানে যাচ্ছিল।
ফেরার পথে চরগাও এর আক্তার মিয়া বাড়িতে রাস্তার পাশে থাকা একটি ঘরের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়।এই বিষয়ে ঘরের মালিক আক্তার মিয়া জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়েছে।