ঢাকারবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

হাসান চৌধুুরী,নবীগঞ্জ
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোঃ শাহীন মিয়া নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৯জানুুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন,অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Developed By The IT-Zone