মো: হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জে অবৈধ পোনা মাছ ধরায় ১৫ শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯জুন) নবীগঞ্জের বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করে জেলেদের কাছ থেকে এসব পোনা মাছ উদ্ধার করেছে প্রশাসন। পরে জলাশয়ে অবম্ক্তু করা হয়।
পোনা মাছ উদ্ধার করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, পোনা মাছ ধরা অবৈধ এবং বাজারে ক্রয় বিক্রয় নিষিদ্ধ রয়েছে।
এরমধ্যে নবীগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় পোনা মাছ বিক্রির খবর আসে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে মাছ গুলো উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে ছেড়ে দেওয়া হয় এবং জেলেদের ১৫শ টাকা জরিমানা করা হয়।