দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার ইনাতগঞ্জের ওমরপুর এলাকায় জনৈক ব্যক্তিকে সরকারি ভূমি হতে মেশিন দ্বারা অবৈধভাবে মাটি/বালু উত্তোলনের দায়ে ৫০,০০০ টাকা অর্থদন্ড দেওয়া হয় ও ঘটনাস্থলে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামে সরকারি ভুমি থেকে অবৈধভাবে মাটি/বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (০১জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন
দীর্ঘদিন ধরে উমরপুর গ্রামে মাঠি/বালু একটি চক্র অবৈধভাবে মাটি/বালু উত্তোলন করে আসছিল। মাঝে মধ্যে প্রশাসনের অভিযান পরিচালনা করা হলে কিছুদিন বন্ধ থাকে। চক্রটি সুযোগ বুঝে শুরু করে মাটি /বালু উত্তোলন করে বিক্রির রমরমা ব্যবসা।
এদিকে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামে সরকারি ভুমিতে অভিযান চালায়।
এ সময় অবৈধ ভাবে বালু উত্তোলনকালে বালু উত্তোলনের ড্রেজার মিশিন পুরিয়ে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনৈক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।