হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর এলাকায় প্রস্তাবিত আশ্রয়ন-২ প্রকল্পের সরকারি খাস জমি হতে অবৈধভাবে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ।
ভ্রাম্যমাণ আদালতে জাহিদুপুর গ্রামের সোহেল মিয়া (৪০) ও আদিত্যপুর গ্রামের সাইফুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ।
প্রশাসনিক সূত্র আরো জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মনসুর হোসেন (৫৫) কে (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আই বিজয় দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।