হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে সরকারি খাস জমি হতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী রোববার (১৩ ফেব্রুয়ারী ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের রসিক আলী (৪১) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ।
এসময় নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।