নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন : অভিযানে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 January 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন : অভিযানে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর এলাকায় কুশিয়ারা নদী থেকে একদল প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

 

 

 

 

 

 

 

 

 

ছবি : অভিযানে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শনিবার(১জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর এলাকার কুশিয়ারা নদী থেকে নিয়মিত ফিরোজপুর গ্রামের লুৎফুর রহমান,দুর্গাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার পুত্র মোঃ সাজ্জাদ মিয়া,পাহাড়পুর গ্রামের মোঃ আনকার মিয়ার পুত্র মোঃ আলী হোসেন,মৃত রাসিম উল্লাহ পুত্র মোঃ হান্নান মিয়া,ওসমানী নগর উপজেলার লামা তাজ গ্রামের মৃত মোঃ ফটিক মিয়ার পুত্র মোঃ সাহেল মিয়া,সৈয়দ আফিজ আলীর পুত্র মোঃ মাসুম মিয়াগংরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

 

কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসার একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন তারা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে এই প্রভাবশালী মহলটি।

 

গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে অবৈধ বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম দাশ জানান,নদী ভাঙ্গন রোধে কাজে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের লোকদের অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের কাছ থেকে  বালু না নেওয়ার আহবান জানান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।