নবীগঞ্জে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের দায়ে কারাদন্ড প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 25 November 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের দায়ে কারাদন্ড প্রদান

Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার জন্তুরি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮(২) ধারার অপরাধে দুই ব্যক্তিকে ০১(এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

ছবি : নবীগঞ্জে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের দায়ে বিক্রেতাকে কারাদন্ড প্রদান করা হয়েছে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন । প্রসিকিউশন সহায়তা প্রদান করেন সিলেট বন বিভাগের কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।

 

নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আসন্ন শীত কে কেন্দ্র করে অবৈধভাবে অতিথি পাখি ও বন্য প্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ। এসকল কার্যক্রম রোধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।