নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের পাশে অবস্থিত কৃষি অফিসের বীজাগার শ্রমিক দিয়ে অবৈধভাবে ভাংচুর ও গাছ কর্তন করা হয় পৌর মেয়র ছাবির আহমেদ কর্তৃক।
গত ২ জানুয়ারি শিরোনামে নবীগঞ্জে অনুমতি ছাড়াই কৃষি অফিসে পরিত্যক্ত ভবন গুড়িয়ে দিলো পৌর কর্তৃকপক্ষ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এর পর থেকে’ই অর্ধেক ভাঙ্গা অবস্থায় ভবনটি পড়ে আছে । কিন্তু অযত্নে অবহেলায় এই স্থানে রয়েছে লাখ টাকা মূল্যের সরকারি গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এতে কাক্সিক্ষত রাজস্ব হারাচ্ছে সরকার।
সাবেক নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার এ,কে,এম মাকসুদুল আলম খবর পেয়ে এসে দেখেন বীজাগার ভবন গুড়িয়ে দেয় এবং লাখ টাকা মূল্যর ভালো প্রজাতির গাছ কেটে ফেলেছে এসময় শ্রমিকদের আপত্তি দেন । তারা তার আপত্তি না শুনে বলে মেয়র মহোদয়ের নির্দেশে কাজ করছি বলে।
পরে এ,কে, এম মাকসুদুল আলম তার উর্ধ্বতন কর্তৃপক্ষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কে,বিষয়টি লিখিতভাবে জানান। একে এম মাকসুদুল আলম দৈনিক আমার হবিগঞ্জ কে
আরো জানান কৃষি অফিসের বীজগার ভাংচুর এর দায়ে উর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে হাই কোর্টে মামলা চলমান রয়েছে।
এদিকে কৃষি অফিসের বীজাগার ভবন ভাংচুর করে সেখানে করা হয়েছে পৌর মিনি বাস টার্মিনাল। অবৈধভাবে সরকারী গাছ কর্তন করে রাখা হয়েছে অরক্ষিত অবস্থায়। সাথে সাথে পদক্ষেপ নেয়া হলে গাছগুলো থেকে সরকার যেমন রাজস্ব পেত। যে কোনো সময় সরকারের এই মহামূল্যবান গাছ গুলো চুরি হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান স্থানীয়রা।