জাবেদুর রহমান, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে গাড়ির চালকের সিটে বসে বেপরোয়া গতিতে গাড়ি চালায় অপ্রাপ্ত বয়সের কিশোররা। সেবা তো দূরের কথা যাত্রীরা নিরাপদ নয় এসব অপ্রাপ্ত চালকের যানবাহনে।
জানা গেছে, নবীগঞ্জ টু কাজির বাজার, আউশকান্দি, নতুন বাজার, কদুপুর, গুমগুমিয়া, পাঞ্জারাই, করগাঁও ও শাখোয়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই টমটম ও সিএনজি গাড়ি নিয়ে ছুটছেন অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকরা। এই চালকদের অনেকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, ওস্তাদরাই প্রশিক্ষণ দিয়ে চালক তৈরি করছেন ব্যস্ত রাজপথে।
আর অদক্ষ হাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় হতাহত হচ্ছেন অনেকেই। অথচ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই অন্দোলনের পরও এসব অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের টনক নড়েনি।
মালিকরা বলেন, চালক সঙ্কটের কারণে কেউ কেউ অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে গাড়ি তুলে দিতে বাধ্য হন। এক্ষেত্রে মুজিবুর রহমান নামের এক যাত্রী বলেন, নবীগঞ্জ টু গুমগুমিয়া, পাঞ্জারাই ও করগাঁও রাস্তায় ১৪-১৫ বছর বয়সী অনেক চালক আছে।
কালিছুর নামে এক ব্যক্তি বলেন, সড়কে সিএনজি ও টমটমের অনেক চালক কিশোর। তারা এখনো অদক্ষ ও অপরিপক্ক। তারা অনেক দ্রুত বেগে গাড়ি চালায়। এছাড়া অনেক সময় গাড়ি খালি থাকলে উল্টো পথের যাত্রী নিতে এদিক ওদিক না তাকিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, অপ্রাপ্ত ও অদক্ষ চালকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং থাকবে। যেহেতু অভিযোগ পেয়েছি এ বিষয়টি এখন আরো গুরুত্বসহকারে দেখা হবে।