নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় উপজেলা প্রশাসনের অভিযান    - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 13 August 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় উপজেলা প্রশাসনের অভিযান   

Link Copied!

অঞ্জন রায়,  নবীগঞ্জ প্রতিনিধি :  নবীগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল সিএনজি অটোরিকশা চালক। স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশ হয় সংবাদটি।  তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৩ আগস্ট) উপজেলা প্রসাশন অভিযান পরিচালনা করেন।

ছবি : অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ

বিকাল ৩টায় হবিগঞ্জ রোডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে এবং স্বাস্থ্য বিধি না মানায়  পুলিশের  সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী  মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ টি পরিবহন ও চালককে ৯টি মামলায় ৩হাজার টাকা জরিমানা করেন ।এসময় সার্বিক সহযোগিতা করেন এস আই সম্রাটের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।