নবীগঞ্জে অটো চালক সেজু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 1 November 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অটো চালক সেজু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জে অটোরিক্সা চালক সেজুর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এস আই সামছুল বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম তিমিরপুর গ্রাম থেকে গত শুক্রবার (৩০অক্টোবর) রাতে প্রধান আসামীকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত আসামী হল উমেদনগর গ্রামের আজগর আলীর পুত্র সোয়েব মিয়া (৩৩)। গ্রেফতারকৃত সোয়েব মিয়ার বর্তমান ঠিকানা পশ্চিম তিমিপুর।

 

ছবি : সেজু হত্যা মামলার প্রধান আসামি সোয়েব মিয়া আটক

 

উল্লেখ্য, নিহত সেজু মিয়া গুজাখাইড় গ্রামে শাহিদ উল্লাহ পুত্র। সেজু মিয়া তার অটোরিক্সা সহ নবীগঞ্জ বাজার থেকে নিখোঁজের চার দিন পর গত ২৭ অক্টোবর তার লাশ পূর্ব তিমিরপুর গ্রাম থেকে উদ্ধার হয়।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামী কে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।