নবীগঞ্জে অটোরিক্সা (সিএনজি) শ্রমিকদের দীর্ঘদিনের বিরোধের অবসান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অটোরিক্সা (সিএনজি) শ্রমিকদের দীর্ঘদিনের বিরোধের অবসান

অনলাইন এডিটর
August 26, 2020 7:49 pm
Link Copied!

ছবি: নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের দীর্ঘদিনের বিরোধের অবসান।

 

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : নবীগঞ্জে অটোরিক্সা (সিএনজি) এর দু’পক্ষের মধ্যে চরম বিরোধের অবসান হয়েছে।

গতকাল বুধবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও নবীগঞ্জ থানার এস আই শামসুল ইসলাম মধ্যস্থতায় বিবাদমান বিরোধটি নিষ্পত্তি করা হয়। এতে যাত্রী সাধারণের ভোগান্তির শেষ হয়েছে। উক্ত সালিশ সভায় নবীগঞ্জের প্রত্যকটি স্ট্যান্ডের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ নবীগঞ্জ উপজেলার সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে বিভিন্ন বিষয়াদি বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামাসহ প্রত্যেক স্ট্যান্ডের অটোরিক্সা বন্ধ থাকে। এতে নবীগঞ্জের যাত্রীরা পড়েন চরম বিপাকে। বিষয়টিকে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও নবীগঞ্জ থানার এস আই শামসুল ইসলাম।

পরে সব অটোরিক্সার শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে বুধবার থানা প্রাঙ্গনে বিষয়টি সমাধান করা হয়। ভবিষ্যতে কোন শ্রমিক অন্যায় ভাবে কেহ আইন নিজ হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।