নবীগঞ্জের দীঘলবাগে তিনশত বন্যার্তদের মাঝে মিলাদ গাজী এমপি’র ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। বুধবার (২৫ মে) নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাগ ইউনিয়নের গালিমপুর, মাধবপুর, পশ্চিম মাধবপুরসহ বন্যাপ্লাবিত এলাকাগুলোতে হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি নিজ ব্যক্তিগত উদ্যোগে ৩শ বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ,বিশুদ্ধ পানি,নগদ অর্থ সহ ত্রানসামগ্রী বিতরণ করেছেন।
এসময় মিলাদ গাজী এমপি বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ত্রাণ বিরতরণের সময় দীঘলবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুজাত চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুন মিয়া, সাধারণ সম্পাদক শেখ দুরুদ মিয়া,৫ নং ওয়ার্ডের সভাপতি লাল মিয়া,সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কয়েস আলী ইমন, যুবলীগ নেতা আবুল মনসুর, হেলাল আহমদ, সদস্য আকুল মিয়া, আলী আহমদ সহ স্থানীয় আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ নেতৃবৃন্দ সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।