মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বিজনা নদী থেকে বালি উত্তোলন করছে এলাকার প্রভাবশালী একটি মহল। নদীতে বালি উত্তোলনের মেশিন লাগিয়ে বাড়ি ভরাট করছেন সদর ঘাট গ্রামের ইসলামপুরের লন্ডন প্রবাসী আব্দুস সুবহান। যদি ও তিনি লন্ডনে থাকেন উনার নিজস্ব লোক দিয়ে এ কাজ করানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,উক্ত এলাকার খাইতুন মিয়ার পুত্র এলাইচ মিয়া মোটা অংকের টাকা কন্ট্রাক নিয়ে এই বালি উত্তোলনে ফায়দা হাসিল করছেন। ফলে উক্ত নদীতে বাড়ছে নদীর পাড় ভাঙ্গনের ঝুঁকি। যেখানে বালি উত্তোলন করে এই ঝুঁকির সৃষ্টি করা হচ্ছে সেখানে একটি ব্রিজের জন্য বছরের পর বছর ধরে উক্ত এলাকার সাধারণ জনগণ আন্দোলন করে যাচ্ছেন অথচ এই স্বার্থলোভী মহল এই নদীর অস্তিত্ব বিলীন করার চেষ্টা করছে। তাই অতি তাড়াতাড়ি উক্ত কুচক্রী মহলের প্রতি প্রশাসনের দৃষ্টি দেওয়ার দ্বাবী জানান এলাকাবাসী।