নবীগঞ্জের দিলীপ ভট্টাচার্য্যের পরলোক গমনে আনন্দ নিকেতনের শোক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 7 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের দিলীপ ভট্টাচার্য্যের পরলোক গমনে আনন্দ নিকেতনের শোক

Link Copied!

ছবি: মৃত: দিলীপ ভট্টাচার্য্য

 

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : আনন্দ নিকেতনের সাবেক সাধারণ সম্পাদক দীপংকর ভট্টাচার্য্য দেবুল এর পিতা সর্বজন শ্রদ্ধেয় নবীগঞ্জ শান্তিপাড়া নিবাসী দিলীপ কুমার ভট্টাচার্য্য (দিলু) (৭০) হৃদ রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৭:৫৩ মিনিটে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।ওই দিনই শুক্রবার দুপুর ২ টার সময় শান্তি পাড়ায় পারিবারিক শ্মশানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্টান সম্পন্ন হয়েছে। উনার মৃত্যুতে আনন্দ নিকেতনের পরিবারের গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।