দিপু আহমেদ, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় দুলাল রায় (৪০) নামে এক যুবকের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত দুলাল রায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ধনাই রায়ের পুত্র।
নিহত দুলাল রায়ের ভাই রিপন রায় জানান, গত শনিবার রাত ১০ টায় তার ভাই দুলাল রায় ইনাতগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় লামলীপাড় গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র রুহেল মিয়া (৩০) বেপরোয়া গতিতে চলন্ত মটর সাইকেলটি দিয়ে পেছন দিক থেকে দুলালকে সজোর ধাক্কা দিয়ে তার উপরে উঠে যায়। সাথে সাথে দুলাল ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে। তার বুক ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইনাতগঞ্জ বাজার চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বেলা সাড়ে ১২ টার সময় তার মৃত্যু হয়।
আহত দুলাল রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আজির হাসান আরজু।
এ সময় মটর সাইকেল চালক রুহেল মিয়া ও সামান্য আহত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।