নবীগঞ্জের আরো ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 2 June 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের আরো ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন

Link Copied!

নবীগঞ্জের আরো ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল শিক্ষার সম্প্রসারণে আরো এক ধাপ এগিয়ে গেলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প-২য় পর্যায়ের আওতায় নবীগঞ্জ উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে কিছুদিন আগেই প্রতিষ্ঠানসমূহে ল্যাবের ফার্নিচার এবং বরাদ্দকৃত ল্যাপটপ প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল হোসেন গতকাল বুধবার (০১ জুন) শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাজসজ্জা কার্যক্রম ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলার সৈয়দ আজীজ হাবীব উচ্চ বিদ্যালয়, দিনারপুর দাখিল মাদ্রাসা, দিনারপুর কলেজ, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং নাদামপুর উচ্চ বিদ্যালয় প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলো। সুপারিশপ্রাপ্তির পর থেকেই প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত আন্তরিকতার সহিত প্রতিষ্ঠানের নির্দিষ্ট কক্ষ বাছাই করে কক্ষের সাজসজ্জা নিশ্চিতকরণ কার্যক্রম সম্পন্ন করে।

এর পরেই বরাদ্দ ফার্ণিচার ও ল্যাপটপ হাতে পায়। এখনো এলইডি স্মার্ট টিভি, প্রিন্টার, স্ক্যানার, রাউটার ও ইন্টারনেট সংযোগ বাকি রয়েছে যা খুব শীঘ্রই প্রদান করা হবে বলে জানা যায়।

উপজেলা আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল হোসেন পরিদর্শন শেষে বলেন- সকল প্রতিষ্ঠানই নিজ নিজ ল্যাবের সৌন্দর্য বর্ধনে আন্তরিকতার ছাপ রেখেছে। ডিজিটাল বাংলাদেশের এক অনন্য অর্জন শহর থেকে প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল শিক্ষার সম্প্রসারণ। আর এই ডিজিটাল শিক্ষার সম্প্রসারণে শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহ এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে দেশের সব স্থানে।

ডিজিটাল ল্যাব স্থাপনের ফলে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে শিক্ষার্থী সকলের চোখে মুখে এক উচ্ছাসের ছাপ দৃশ্যমান। এই উচ্ছাসই ডিজিটাল শিক্ষার কার্যকর বাস্তবায়নের অন্যতম প্রতিচ্ছবি।

দৈনিক আমার হবিগঞ্জের সাথে আলাপকালে তিনি আরো বলেন- শেখ রাসেল ডিজিটাল ল্যাবই হয়ে উঠবে ২০৪১ এর উন্নত বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, জ্ঞানভিত্তিক মানবসম্পদ গঠনের শক্ত হাতিয়ার।