নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের সার্বিক পরিচালনায় শহরকে যানজটমুক্ত ও অবৈধ ফুটপাত উচ্ছেদ করতে ৩ য় দিনের মতো বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংশ্লিষ্ট সকল উপস্থিত থেকে এ অভিযানে সহায়তা করেন। অবৈধ পার্কিং এর জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অঙ্কে ২ জনকে জরিমানা করা হয়। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ে দোকান মেপে জায়গা নির্ধারণ এর কাজ করা হয়।
গ্রোথ সেন্টারসহ প্রশাসনের নির্ধারিত জায়গা ব্যতীত কোন জায়গা, ফুটপাথে কোন প্রকার দোকান বসতে দেওয়া হবে না।