হবিগঞ্জ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. রেজাউল হক খান। শনিবার (৩১ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এ মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ও পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাথে নবাগত পুলিশ সুপার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসাধারণকে সেবা দেয়া ও আইনগত সহযোগিতা করার জন্য পরামর্শ দেন পুলিশ সুপার।