নববধুকে গণধর্ষণের ঘটনায় লাখাই উপজেলা ছাত্রলীগ নেতা সোলায়মান রনিসহ গ্রেপ্তার ২
ঢাকাThursday , 2 September 2021

নববধুকে গণধর্ষণের ঘটনায় লাখাই উপজেলা ছাত্রলীগ নেতা সোলায়মান রনিসহ গ্রেপ্তার ২

অনলাইন এডিটর
September 2, 2021 4:03 pm
Link Copied!

ফটোঃ ধর্ষক রনি (বাম থেকে ১ম) ও মোটরসাইকেল চোর পায়েল ও সাইদুরের ( বাম থেকে যথাক্রমে ৩য়, ৪র্থ) সাথে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়। রনি, পায়েল ও সাইদুর তিনজনই ওয়ারেন্টভূক্ত আসামী। রনি ধর্ষণ মামলার ও বাকি দুজন মোটরসাইকেল চুরি মামলার আসামী । ছবিটি ওয়ারেন্ট ইসু হওয়ার পর। সংগ্রহ- সামাজিক যোগাযোগ মাধ্যম। 

স্টাফ রিপোর্টার।। লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের টিক্কাপুর হাওড়ে নববধূকে গণধর্ষণের ঘটনায় মুড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্টু মিয়ার পুত্র উপজেলা ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন রনি সহ আরো একজন গ্রেফতার হয়েছে। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন, মোড়াকরি গ্রামের বাসিন্দা খোকন মিয়ার পুত্র মুছা মিয়া, ইব্রাহিম মিয়ার পুত্র মিঠু মিয়া, পাতা মিয়ার পুত্র হৃদয় মিয়া, বকুল মিয়ার পুত্র সুজাত মিয়া, মিজান মিয়ার পুত্র জুয়েল মিয়া, ওয়াহাব মিয়ার পুত্র মুছা মিয়া ও রুকু মিয়ার পুত্র শুভ মিয়া। ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ধর্ষণের শিকার ওই নারী তার স্বামী ও স্বামীর বন্ধুকে নিয়ে কৃষ্ণপুর গ্রামের পাশের টিক্কাপুর হাওড়ে নৌকা ভাড়া করে নৌকা ভ্রমনে যান। ঐদিন দুপুরে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে অভিযুক্ত আসামিরা তাদেরকে ঘেরাও করে ফেলেন। এ সময় মুছা মিয়া, সুজাত মিয়া, জুয়েল মিয়া ভিকটিমের স্বামী স্বামীর বন্ধু ও নৌকার মাঝি কে প্রচন্ড রকম মারধর করেন। এরপর অভিযুক্তরা গৃহবধূর স্বামী স্বামীর বন্ধুকে তাদের ইঞ্জিনচালিত নৌকায় গুড়ায় হাত পা বেঁধে রাখেন। নৌকার মাঝি কে খুন করার ভয় দেখিয়ে জোরপূর্বক হাওরের সুইচগেট এ নৌকাটি নিয়ে যেতে বাধ্য করেন। সুইচ গেটে নৌকাটি বেঁধে রেখে অভিযুক্ত সকল আসামীগন নৌকাটিতে উঠে পালাক্রমে দীর্ঘ প্রায় দু’ঘণ্টা ধরে ওই নববধূকে গনধর্ষণ করেন। এ সময় পৈশাচিক যৌন নির্যাতনে ওই গৃহবধূ নিস্তেজ হয়ে পড়েন। এরপর আবারো ধর্ষিতার স্বামী ও স্বামীর বন্ধু কে ধর্ষকেরা মারধর করে তাদের শরীরের সকল কাপড়-চোপড় খুলে ধর্ষিতার পাশে শুইয়ে দিয়ে তাদের উলঙ্গ অবস্থায় ছবি ও ভিডিও ধারন করেন।  ৯ লক্ষ টাকা না দিলে এসব ছবি ও ভিডিও ভাইরাল করে দেবেন বলে ধর্ষকেরা হুমকি দেন। এসময় এ ঘটনা নিয়ে কোনো প্রকার মামলা-মোকদ্দমা কিংবা লোক জানাজানি করলে তাদেরকে হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেয়ার হুমকি ও দেন তারা। বিকাল তিনটার দিকে তাদেরকে এ অবস্থায় ফেলে রেখে ধর্ষকগণ চলে যায়। লোকলজ্জায় ও অত্যন্ত প্রভাবশালী ধর্ষকদের ভয়ে ধর্ষিতার চিকিৎসা না করে তার স্বামী ও স্বামীর বন্ধু পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে ধর্ষিতার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাকে ১ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের জোর পুলিশি তৎপরতা চলছে। ইতোমধ্যে সোলাইমান হোসেন রনি সহ দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে।  উল্লেখ্য, সোলায়মান হাসান রনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে মোটরসাইকেল চুরির মামলায় ওয়ারেন্টের আসামী হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান এবং কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার দরুন এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়ান।

একটি সূত্রে জানা যায়, সুলাইমান হাসান রনির নেতৃত্ব এবং তার দেয়া সাহস এর উপর ভিত্তি করেই ধর্ষণের ঘটনাটি ঘাটানো হয়। এ কারণেই ধর্ষণের শিকার ওই নববধূ মামলা করতে সাহস পাচ্ছিলেন না। এদিকে, ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত সোলায়মান হোসেন রনি, মোটরসাইকেল চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা পায়েল এর সাথে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয় কে নিয়ে গত ১ সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  এরকম একটি ছবিসহ পোষ্টের নিচে মোহাম্মদ হাবিব নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন দুর্নীতিবাজদের শায়েস্তা করার দায়িত্বে যারা আছেন তারা আরো বড় দুর্নীতিগ্রস্ত। খারাপ কাজ এর বিচার যে করবে সে আরো বড় খারাপ কাজ করে বসে আছে। নিজেই যদি খারাপ হয়ে থাকে তাহলে অন্য খারাপ এর বিচার কিভাবে করবে। এজন্যই বাংলাদেশের আজ খুবই বাজে অবস্থা। জানিনা আল্লাহ কবে আমাদের এগুলো থেকে উদ্ধার করবেন।

রাজনীতি সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়