গোপন দাশ,নিউ ইয়র্ক ।। দেশ জাতি সমাজকে টেকসই উন্নত জীবনের ধারাবাহিকতায় এগিয়ে নিতে হলে নতুন প্রজন্ম কে যুগোপযোগী করে বড় করা অত্যাবশ্যকীয় ! যেখানে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ সেখানে বর্তমান সময়ের অভিভাবকদের মনে রাখতে হবে তাদের যাবতীয় কার্যক্রমের অগ্রগামীতার অব্যাহত যাত্রাকে আরও উন্নত করার জন্য সুযোগ্য প্রজন্ম প্রয়োজন ! পারিবারিক সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় যাদের বিনয়ী হতে হবে ! তরুণদের মিতব্যয়ী থাকা ভালো, অপচয় কারো জন্যই মঙ্গল বয়ে আনে না !
অভিজ্ঞদের শ্রদ্ধা করার পাশাপাশি নতুন চিন্তার বাস্তবায়নে সম্পৃক্ত রাখতে হবে, শুধু বয়সের দোহাই দিয়ে বিজ্ঞদের এড়িয়ে যাওয়া ঠিক নয় ! পিতামাতা শিক্ষক ও মুরুব্বীদের আজীবন শ্রদ্ধা রেখে চলতে হবে ! জীবন চলার পথে আইন বহির্ভূত কাজকে এড়িয়ে চলা বাঞ্চনীয় ! সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার সৎসাহস থাকা চাই ! আসে পাশে অনেক প্রলোভন আসলেও সেই ফাঁদে পা দেয়া যাবে না ! বিশ্বাস রাখতে হবে আইনের ঊর্ধ্বে কেঊ নয় ! যৌবনকাল হচ্ছে সৃজনশীল মুক্ত চিন্তায় এগিয়ে যাওয়ার সময় ! খেলাধুলা শিক্ষা ও মুক্ত সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে কোন অজুহাত দিয়ে পিছিয়ে পড়া যাবে না ! নতুন কিছু জানার প্রতি আগ্রহ ও সাহায্য করার মত সুন্দর মানসিকতার বিকাশ চাই ! জৈবিক তাড়না মানুষের প্রকৃতিগত বিষয় ইহাকে অস্বীকার করা যাবে না ! তবুও সমাজে বিদ্যমান প্রচলিত নিয়মের ভিতর দিয়ে অগ্রসর হওয়াই মঙ্গলজনক ! সহপাঠীদের মধ্যে কেউ সরব কেউ নীরব এরকম বিচিত্রতা থাকবেই ! সবার মধ্যেই আলাদা আলাদা কিছু গুনাগুণ রয়েছে ! তাই কাউকেই অবহেলা করা যাবে না ! বরং যার যে গুন আছে তাকে সেই কাজে উৎসাহিত করা ভালো ! অনেক অভিভাবকই রয়েছেন যারা নিজের স্বপ্নকে সন্তানদের নিয়ে বাস্তবায়ন করতে চান ! এরফলে সন্তানদের নিজস্ব ভালোলাগা অনেক ক্ষেত্রেই ফুটে উঠে না ! শিক্ষাগত যোগ্যতায় ভালো ফলাফলটাই মুখ্য এরকম ধারণার মধ্যে সীমাবদ্ধ না থাকাই ভালো ! তবে ধারাবাহিকতা থাকা প্রয়োজন ! অনেকেই আশানুরূপ ফলাফল না করেও সফল হয়েছেন ! তাই প্রত্যাশা অনুযায়ী কিছু না পেলেও হতাশ হওয়া যাবে না ! চাকরির ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু না হলেও থমকে যাওয়া যাবে না ! বিশ্বাস রাখতে হবে নিজের উপর কারণ প্রত্যেকটা পেশাতেই সফলতা রয়েছে ! গতানুগতিক চাকরির বাহিরে গিয়েও সফল হওয়া যায় নিজস্ব উদ্যোগের মাধ্যমে ! এরফলে নিজের ভাগ্য বদলের পাশাপাশি অন্যদের ভাগ্য পরিবর্তনেও সহায়তা করা যায় ! জীবনের শুরু হতেই নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে ! যাতে করে এগিয়ে যাওয়ার পথে শারীরিক অসুস্থতা কোন প্রতিবন্ধকতা না হয় ! কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল ! প্রাণবন্ত মানসিকতা মানুষের মধ্যে প্রেরণা যোগায় ! লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, অতিলোভ মানুষকে পথভ্রষ্ট করে ফেলে ! জীবনে সফলতার জন্য সম্পদই একান্ত মাধ্যম নয় বরং পৃথিবীতে সম্পদ ছাড়াও অমর হয়েছেন অসংখ্য জন ! উল্টোদিকে অতিরিক্ত সম্পদের লোভে অনেকেই নিন্দিত হয়েছেন ! পরিবারের প্রতি সহনশীল থাকাটা বাঞ্চনীয় ! ইহা হচ্ছে সবচেয়ে নির্ভর যোগ্য জায়গা ! পরিবারের সদস্যরা সর্বদা শুভাকাঙ্খী ! জীবনের মূল শিক্ষাগুলির যাত্রা যেখান থেকে শুরু হয় ! ব্যক্তিগত রাগ অভিমানে পরিবার হতে বিচ্ছিন্ন হওয়া যাবে না ! মনের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা বিরাজমান রাখতে হবে ! নিজের মতামতই শ্রেষ্ট হবে এমন কোন কথা নেই বরং অনেক ক্ষেত্রেই অন্যের চিন্তাধারাও উত্তম হতে পারে ! তাই ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা চাই ! নিজেদের মধ্যে দেশপ্রেম অটুট রাখতে হবে ! ধর্ম বর্ন ও গোত্রভেদে ন্যায়বিচার প্রতিষ্টায় ভূমিকা পালন প্রয়োজনীয় ! সমাজে সুষম বন্টনের ক্ষেত্রে সচেতন থাকা চাই ! পরিবর্তন গ্রহণ করার মানসিকতায় প্রস্তুত থাকতে হবে, পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেকে যোগ্য করে তোলার প্রচেষ্টা অব্যাহত দরকার ! যুক্তিহীন মান্ধাতার চিন্তা চেতনাকে একগুঁয়েমি করে ধরে রাখা এক ধরণের বোকামির সামিল ! নিজে স্বাচ্ছন্দবোধ করার জন্যই আসে পাশের পরিবেশকে মনোরম করে রাখা জরুরি ! পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ক্ষমতায়ন ঘটাতে হবে ! প্রকৃতগত বৈশিষ্টের কারণে কাউকেই খাটো করে দেখা সমীচীন নয় ! নতুন প্রজন্ম হচ্ছে কলির মত, এই সময়ে সঠিক যত্ন নিতে পারলে ভবিষ্যৎ জীবনে সুভাষ বয়ে যাবে! অনেক মেধাবীরাও সুশৃংখল জীবনের অভাবে মুকুলেই ঝরে গেছেন বা প্রত্যাশা অনুযায়ী বিখ্যাত হতে পারেননি ! অন্যদিকে খুব মেধাবী না হয়েও নিয়মানুবর্তিতার কারণে আশার চেয়েও অনেকে বেশী পেয়েছেন ! সময়ের প্রয়োজনে যন্ত্রের ব্যবহার গুরুত্ব পাচ্ছে বটে, কিন্ত মানবিক গুণাবলী পরিহার করে যন্ত্র নির্ভর হওয়া মঙ্গল জনক নয় ! সামাজিক সম্পর্কের ফলে পারস্পরিক বন্ধন বৃদ্ধি পায়, যা মানসিকভাবে সাহস যোগায়, জীবনকে করে উপভোগ্য ! সম্পর্কহীন জীবন জড় পদার্থের মত ! অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতার জন্ম দেয় যাহা দেশ সমাজ ও জাতির জন্য মঙ্গলজনক নয় ! সংকীর্ণতা এক ধরণের ব্যাধি ! সার্বজনীন উপকার ছাড়া কোনকিছুই টেকসই হয় না ! নিজস্ব চিন্তা চেতনার মধ্য থেকে আদর্শের জায়গা তৈরী করতে হবে ! ভালো মন্ধ যাচাই ছাড়া কাউকে খুশি করার জন্য অন্ধ সমর্থক হলে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয় ! ইতিবাচক অনুভূতি নিয়ে বড় হতে হবে ! সৎ চরিত্র অক্ষুন্ন রাখতে মনোযোগী থাকা চাই ! যাহাতে কেউ মন্ধ না বলে প্রশংসা করতে পারে ! বিখ্যাত ব্যক্তিদের গুণাবলী ও তাঁদের জীবনে ঘটে যাওয়া কর্মকান্ড জানা প্রয়োজন ! যাহা বিভিন্ন কার্যক্রমে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ! সর্বোপরি সুন্দর আগামীর জন্য নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে !