নতুনব্রীজ এনামূল হক মোস্তফা শহিদ গোল চত্বর এখন ধান শুকানোর মাঠ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 June 2020
আজকের সর্বশেষ সবখবর

নতুনব্রীজ এনামূল হক মোস্তফা শহিদ গোল চত্বর এখন ধান শুকানোর মাঠ

Link Copied!

এফ এম খন্দকার মায়া।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক (বিশ্বরোড) শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহিদ গোল চত্বর  এখন  কৃষকের ধান শুকানোর মাঠে পরিনত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার সময়ে সেখানে গেলে দেখা যায় যে করোনাভাইরাস মহামারির কারনে এক সময়ের ব্যস্থতম গোল চত্বর টি একেবারেই ভিন্ন রুপ নিয়ে দাঁড়িয়েছে। আশে ৫/৭জন সাধারণ জনগণ আর সীমিত যানবাহন চলছে। এই ব্যস্থতম গোল চত্বর টি যেন আজ মৃতপ্রায়।
বিগত তিন মাস যাবত সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী করোনাভাইরাসের কারনে সরকার এই গনযানবাহন ও গন মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে।
কিন্তু আমরা জানি যে গত ০১-০৬-২০ তারিখ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে সামাজিক দুরত্ব বজায় রেখে  গন পরিবহন চালু করা হয়। অথচ ব্যস্থতম মহাসড়ক বিশ্বরোডের শায়েস্তাগঞ্জে নতুনব্রীজ এনামূল হক মোস্তফা শহিদ গোল চত্বর পূর্বের দৃশ্য পূনরায় না ফিরলেও চোখে পরে ব্যতিক্রম দৃশ্য। এ যেন ভাটির অঞ্চল। এই গোল চত্বরটির বৃহৎ জায়গায় শুকানো হচ্ছে কাঁচা পাকা ধান। যা খুবই আশ্চর্য জনক।