নজরুল সৈয়দের ‘নভেম্বর ১৯৭৫’ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 February 2020
আজকের সর্বশেষ সবখবর

নজরুল সৈয়দের ‘নভেম্বর ১৯৭৫’

অনলাইন এডিটর
February 26, 2020 1:07 pm
Link Copied!

নুরুজ্জামান মানিক,নির্বাহী সম্পাদক।।

বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সাল ঘটনাবহুল ও রহস্যময় । এর মধ্যে আবার ১৯৭৫ সালের নভেম্বরের ১ম সপ্তাহ অত্যন্ত ঘটনাবহুল । ১৯৭৫ সালের নভেম্বর ৩-৭ তারিখে এই অশান্ত পাচঁদিনে ঘটনা ঘটছিলো অত্যন্ত দ্রুততার সাথে । এই ৫দিনে দুই দুইটি ক্যু সংঘটিত হয় ।দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই দুটি অভ্যুত্থান নিয়ে তৎকালীন সামরিক কর্মকর্তারা নিজেদের মতো করে নিজেদের দেখা বা জড়িত থাকার অভিজ্ঞতাগুলো লিখেছেন কিন্তু সামগ্রিকভাবে সময়টিকে নিয়ে লেখা হয়নি তেমন । সেই কঠিন ও জটিল কাজটিই করেছেন লেখক নজরুল সৈয়দ । বইয়ের উপজিব্য নভেম্বর মাসের ৩ নভেম্বরের অভ্যুত্থান এবং ৭ নভেম্বরের কথিত সিপাহী জনতার বিপ্লব হলেও প্রাসঙ্গিক বিবেচনায় এসেছে ১৫ আগস্টের অভ্যুত্থান সংশ্লিষ্ট আলোচনা । ১৫ আগস্টের অভ্যুত্থানে খন্দকার মোশতাক-জিয়ার সংশ্লিষ্টতা বা ফারুক–রশীদ-ডালিমের ভুমিকা ওপেন সিক্রেট কিন্তু অন্য সিনিয়র সামরিক অফিসারদের ভূমিকা তেমন আলোচিত নয় । বিশেষত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা খালেদ মোশাররফ ও শাফায়াত জামিলের ভূমিকা কি ছিল ? লেঃ কর্নেল এম এ হামিদের মতে,তাদের ভূমিকা ছিল রহস্যময় । সেই রহস্যের সুরাহা করেছেন লেখক । খালেদ-শাফায়াতের ভূমিকা বিস্তারিত তুলে ধরেছেন তিনি । লেখকের দেয়া তথ্যগুলো আমলে নিয়ে খালেদ-শাফায়াতের ৩ নভেম্বরের অভ্যুত্থানকে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ হিসেবে দেখার আর অবকাশ থাকেনি শাফায়াত জামিল যাইই লিখুন না কেন ।

গ্রন্থে নভেম্বরের প্রস্তুতি ও ৩ নভেম্বরের অভ্যুত্থান এই দুটি অধ্যায়ে খালেদ-শাফায়াতদের ৩ নভেম্বরের অভ্যুত্থানের বিস্তারিত বিবরণ আছে । লেখক অত্যন্ত সাবলীল ভাষায় এই ক্যুর আদ্যাপন্ত বর্ননা করেছেন । ক্যুর প্রস্তুতি, কারা জড়িত, কিভাবে ক্যু সম্পন্ন হলো সব কিন্তু ক্যুর লক্ষ্য বা মোটিভ পরিস্কার নয় । বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ যে নয় সেটি তো লেখক নিজেই জানিয়েছেন, তবে কি লক্ষ্যে ক্যু ? গ্রন্থ পাঠে আমরা জানতে পারি খালেদ-শাফায়াত জামিলের সম্মিলিত উদ্যোগে এই ক্যু হলেও খালেদের নিজস্ব একটা অংক ছিল । ছিল নিজস্ব মোটিভ কিন্তু কি সেই অংক বা মোটিভ সেটা লেখক জানাননি । তবে লেখকের এই প্রশ্নটি গুরুত্বপূর্ণঃ “শাফায়াত জামিল যে খালেদ মোশাররফের ঘাড়ে গুঁজে দিয়েছিল অভ্যুত্থানের জোয়াল, সেই অভ্যুত্থানটার নেপথ্য নায়ক আসলে কে ছিল ? নেপথ্য উদ্দেশ্যই আসলে কি ছিল ? সংশ্লিষ্ট প্রায় সবারই সন্দেহ, জিয়াই আসলে জামিলকে দিয়ে ৩ নভেম্বরের অভ্যুত্থানটা করিয়ে নিজের পথের কাটা মোশতাক,ওসমানী,খলিল আর খালেদ মোশাররফ এই ৪ পাখিকে এক ঢিলেই তাড়িয়ে দিতে পেরেছিলেন’’। (পৃ১১৫)

গ্রন্থের মূল চমক ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব অধ্যায় । প্রচলিত ইতিহাস হলো, জাসদের সাথে সংশ্লিষ্ট কর্নেল (অবঃ)তাহেরের নেতৃত্বে ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব সম্পন্ন হয় । জেনারেল জিয়া মুক্ত হন এবং তাহেরের সাথে বেঈমানী করে ক্ষমতাসীন হন । কিন্তু বর্তমান লেখক জানিয়েছেন, সিপাহী বিদ্রোহের স্বপ্নদ্রষ্টা নায়েব সুবেদার মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৯৭৩ সালের ১ জানুয়ারী ঢাকা সেনানিবাসের বালুঘাটে হাবিলদার বারীর ৫০৪ নম্বর বাড়িতে গঠিত হয় ‘বাংলাদেশ রেভুলেশনারি আর্মি এন্ড সুইসাইড কমান্ডো ফোর্স’ যাদের প্রচেষ্টায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয় সিপাহী বিপ্লব । (পৃ ১০১) অবশ্য এই গ্রন্থ থেকেই জানা যায়, তারা জাসদের সাথে যোগাযোগ করে এবং জাসদের মেজর জলিলের চিঠি অনুযায়ী কর্নেল তাহেরের সাথে কন্টাক্ট রাখে । বিপ্লবের মুসাবিদা না হয় হলো কিন্তু কথিত সিপাহি জনতার বিপ্লবের মিছিলে ‘নারায়ে তাকবির,আল্লাহু আকবর’ শ্লোগান এলো কোত্থেকে? গ্রন্থ থেকে জানা যায়,“৭ নভেম্বর সকালে ছাত্রসঙ্ঘের আবদুয যাহের, মীর কাসেম আলী প্রমুখেরা ক্ষুদ্র জনশক্তি নিয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার ও বাংলদেশ জিন্দাবাদ’ ধ্বনি নিয়ে রাজপথে বের হয়ে আসে । এবার তাদের হাতে আরেকটি নতুন লিফলেট, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’। স্মরণ করা যেতে পারে, এই স্লোগানটি পরবর্তীকালে জিয়াউর রহমানের স্লোগান হিসেবেই সমধিক পরিচিতি পায় । যা হোক,যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী এবং আবু নাসের পরবর্তীতে গোলাম আজমকে জানিয়েছে লিফলেটের বক্তব্য ড্রাফট করেছিল ছাত্রসঙ্ঘের সাবেক সভাপতি অধ্যাপক নাযির আহমদ । এই লিফলেটের বক্তব্য পরদিন সংবাদ হিসেবে ইত্তেফাকে ছাপাও হয়েছিল । ৭ নভেম্বরে ঢাকার বিভিন্ন জনবহুল স্থানে ট্যাংক থামিয়ে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করা হয় । জনগণকে পরবর্তী রাজনৈতিক পথনির্দেশ দেওয়া হয় । এই পথনির্দেশের নির্দেশিকা লেখা ছিল জামায়াতের সেই লিফলেটে । কিন্তু এই ভাষণগুলোই বা কারা দিয়েছিল ? জাসদের কর্মীরা ? বিপ্লবী সৈনিক সংস্থার কর্মীরা? সেনাবাহিনীর অফিসাররা? না, ৭ নভেম্বরের অভ্যত্থানের পর সারাদেশে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল যুদ্ধাপরাধী শক্তি জামায়াতে ইসলামীর তৎকালীন তরুন সদস্যরা” ।(পৃ ১২৯-১৩০)

যাদের ক্যুর ইতিহাস পাঠে আগ্রহ রয়েছে তাদের জন্য এই বইটি একটি অবশ্য পাঠ্য । বইটি প্রকাশ করেছে ঐতিহ্য । প্রচ্ছদ ধ্রুব এষ । মূল্য ২৮০ টাকা । মেলা থেকে ক্রয় করলে পাওয়া যাবে ২১০ টাকায় । আমি ব্যক্তিগতভাবে বইটির সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি ।