রায়হান আহমেদ : শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে গতকাল সোমবারে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে চুনারুঘাট উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭আগস্ট) জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ৬ জনের বাড়িতে গিয়ে তাৎক্ষণিকভাবে প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা এবং ৩০ কেজি চাল সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। অপরদিকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসারত এক জনকে ১০হাজার টাকা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, শানখলা ইউনিয়নের চেয়ারম্যান সবুজ তরফদার, মনির হোসেন জমদ্দার সহ আরো অনেকে।
দুর্ঘটনায় নিহত চুনারুঘাটের ৬জন হলেন, উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউড় গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), সফর আলীর ছেলে স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের ছেলে আব্দুল আহাদ (৩৫), আব্দুল আহাদের স্ত্রী হনুফা বেগম (২৫), পাইকপাড়া ইউনিয়নের পাণ্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬), উবাহাটা ইউনিয়নের আনফর উল্লার ছেলে আলাউদ্দিন (২৬)। আহত ব্যক্তি হলেন, উপজেলার শানখলা ইউনিয়নের রজব আলী মেয়ে রাবিয়া খাতুন (৩২)।
চুনারুঘাট সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল জানান, দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারকে ২০হাজার করে ১লাখ ২০হাজার ও আহত ব্যক্তির পরিবারকে ১০হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকের পরিবারকে ৩০কেজি করে চাল প্রদান করা হয়।